ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ায় স্ত্রী গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, নভেম্বর ১০, ২০২০
সৈয়দপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ায় স্ত্রী গ্রেফতার প্রতীকী ছবি

নীলফামারী: পারিবারিক কলহের জেরে ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী রুমা খাতুনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ভোর ৫টার দিকে সৈয়দপুর শহরের উত্তরা আবাসনে এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বামী নাসিম মিয়াকে (২৪) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নাসিম ওই আবাসনের হাফিজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আবাসনের শরিফুল ইসলামের মেয়ে উত্তরা ইপিজেডের নারী কর্মী রুমার সঙ্গে তার স্বামী নাসিমের মনোমালিন্য হয়। এরই জেরে ভোর রাতে ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেন তিনি। এ সময় নাসিমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহত নাসিমকে উদ্ধার করে প্রথমে ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাসিমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।  

এ ঘটনায় নাসিমের বড় বোন মুক্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করলে পুলিশ রুমাকে গ্রেফতার করেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা শিকার করেছেন রুমা খাতুন। তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।