ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, নভেম্বর ১০, ২০২০
উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরা ১১নম্বর সেক্টরে নির্মানাধীন ভবন থেকে পড়ে রুবেল (২৭) নামের এক শ্রমিক মারা গেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।

মূমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের সহকর্মী মো. হোসেন জানান, তারা উত্তরা ১১নম্বর সেক্টরের ১১নম্বর রোডে নির্মাণাধীন ১০তলা ভবনের ৫তলায় কাজ করছিল। মৃত রুবেল সেনেটারি মিস্ত্রীর কাজ করতো। সকাল থেকে রুবেল ৫তলায় কারছিল। সেখান থেকে নিচে পড়ে যায়। কিন্তু কিভাবে নিচে পড়ে গেছে তা বলতে পারছি না।

মৃত রুবেল ভোলা সদর উপজেলার চড়পাঙ্গাশিয়া গ্রামের শাহআলমের ছেলে। বর্তমানে কুড়িল বিশ্বরোড এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক)  বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।