ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

সাভারে সাবেক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, নভেম্বর ৩, ২০২০
সাভারে সাবেক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার বরকত উল্লাহ

সাভার (ঢাকা): সাভারের জামসিং উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় বরকত উল্লাহ (৩৩) নামে পুলিশের সাবেক এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

বরকত শরিয়তপুর জেলার এম আহসান উল্লাহের ছেলে। তিনি খাগড়াছড়ি পুলিশ লাইনে কনস্টেবল পদে চাকরি করতেন।  

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মানসিক অসুস্থতার কারণে গত মাসে চাকরি ছাড়েন বরকত। এরপর থেকে সাভারের জামসিং উত্তরপাড়া এলাকায় নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। সোমবার (০২ নভেম্বর) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে নিজ বাড়ির পাশের আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যা ও হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।  

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।