ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষাবৃত্তি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, আগস্ট ১৪, ২০২৫
এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষাবৃত্তি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন ইউসুফ এস ওয়াই রামাদান

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে চলে এমন বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার বৃত্তি ফিলিস্তিন প্রত্যাখ্যান করে। সে কারণেই চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চ শিক্ষা নেবে না ফিলিস্তিনিরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার ফিলিস্তিন দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, চট্টগ্রামের ওই বিশ্ববিদ্যালয় (এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন) ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের টাকায় চলে। এই বিশ্ববিদ্যালয়ের সবকিছুর সঙ্গে ইসরায়েল জড়িত। এজন্য ফিলিস্তিনের ঢাকা দূতাবাস বাংলাদেশ সরকারকে বলেছে তাদের শিক্ষার্থীরা এখানে পড়বে না।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের মেয়েরা বিক্রি হওয়ার জন্য না। ড. ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার তার অনুরোধে ভিসা বাতিল করেছে বলে জানান ইউসুফ রামাদান।

তিনি বলেন, যারা নিরীহ ফিলিস্তিনিদের মারছে, তাদের এবং তাদের বন্ধুদের বিশ্বাস করা যায় না। ফিলিস্তিনের মেয়েদের যদি বাংলাদেশ উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে চান, তাহলে অন্য বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়ার কথা বলেন তিনি।

ইউসুফ রামাদান বলেন, যে বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট পর্যন্ত ইসরায়েলি। সেই এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ফিলিস্তিনের মেয়েরা শিক্ষা নেবে না।

উল্লেখ্য, দেড় বছর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার ২০০ ছাত্রীকে বৃত্তি দিয়েছিল চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টির তালিকায় থাকা ছাত্রীদের মধ্যে ১৮৯ জনকে গত বছরের অক্টোবরে অন অ্যারাইভাল ভিসার অনুমতি দেয়।  

চলতি বছরের জুন মাসে ফিলিস্তিনের গাজা থেকে জর্ডান হয়ে এই ছাত্রীদের চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল। কিন্তু হঠাৎ চট্টগ্রামের পুলিশ প্রশাসন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন কর্তৃপক্ষকে ফিলিস্তিনি ছাত্রীদের অন অ্যারাইভাল ভিসা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের কথা জানায়। এ পরিপ্রেক্ষিতে ঢাকার ফিলিস্তিন রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে বিষয়টির ব্যাখ্যা দেন।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।