জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি), জনতা ব্যাংক পিএলসি’র কমিটি গঠন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, জনতা ব্যাংক পিএলসির অডিট এণ্ড ইনস্পেকশন ডিভিশনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব শাহ জাহানকে সভাপতি এবং দিলকুশা করপোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব রুহুল আমিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
উপদেষ্টা পরিষদসহ মোট ১৫৫ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আক্তার ইমাম, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, দপ্তর সম্পাদক সুলতানুর আরেফিন।
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)’র আহ্বায়ক ইকবাল হোসেন এবং সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক এই কমিটির অনুমোদন দেন।
আরএ