ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

জোর করে অপুকে দিয়ে স্বীকারোক্তির ভিডিও বানানো হয়েছে: দাবি স্ত্রীর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, আগস্ট ১৪, ২০২৫
জোর করে অপুকে দিয়ে স্বীকারোক্তির ভিডিও বানানো হয়েছে: দাবি স্ত্রীর  বৃষ্টি

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে ওই ভিডিওটি ‘জোরপূর্বক করানো’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অপুর স্ত্রী বৃষ্টি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভোযোগ করেন।  

বৃষ্টি বলেন, ৩১ জুলাই রাত সাড়ে ১১টার পর থেকে ১ আগস্ট সকাল সাড়ে ৭টা পর্যন্ত অপু নিখোঁজ ছিলেন। ওই সময়ের মধ্যে তাকে একটি অজানা স্থানে নিয়ে যাওয়া হয়। পরে বুধবার (১৩ আগস্ট) যে ৩৫ মিনিটের স্বীকারোক্তির ভিডিও ভাইরাল হয়েছে, সেটি জোর করে করানো হয়েছে। অপুকে অল্প অল্প করে শেখানো হয়-তারপর তা রেকর্ড করা হয়।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে গোপীবাগের এক ব্যক্তির বাসার সামনে থেকে অপুকে আটক করা হয়। অথচ তাকে গ্রেপ্তার দেখানো হয় বেলা ১১টার পর। এই সাড়ে ৪ ঘণ্টায় অপুর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এরপর চার দিনের রিমান্ডে নিয়েও নির্মমভাবে নির্যাতন করা হয়। একইসঙ্গে আমাদের পরিবারকেও হয়রানি করেছে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা।

অপুর সঙ্গে গত ৮ আগস্ট কারাগারে সাক্ষাৎ হয়েছে জানিয়ে বৃষ্টি বলেন, সেখানে অপু আমাকে জানায়, তাকে জোর করে একটি ‘বড়সড়’ ভিডিও করানো হয়েছে, যা যে কোনো সময় প্রকাশ করা হতে পারে। অপু বলেছে-ভিডিওটি প্রকাশ হলে আমি যেন তার হয়ে কিছু বলি।

বৃষ্টি বলেন, অপু কোনোভাবেই চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। সে কারো ফাঁদে পড়ে গেছে। একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য অপুকে ব্যবহার করছে।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৃষ্টি দাবি করেন, গোপীবাগে বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসার সামনেই অপুকে আটক করা হয়েছে। যেসব ছবি ও ভিডিও ঘুরছে, সেগুলো ওই বাসার। আমরা নিশ্চিত যে, ইশরাক ভাইয়ের নির্দেশেই অপুকে দিয়ে জোর করে ভিডিও করানো হয়েছে। এখানে সন্দেহের কিছু নেই।

গুলশানে চাঁদাবাজি: এবার জানে আলম অপুর স্বীকারোক্তি
এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।