ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালাল ছিনতাইকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৫, আগস্ট ১৩, ২০২৫
পুলিশের এডিসিকে ছুরি মেরে পালাল ছিনতাইকারী মো. সুমন রেজা

রাজধানীর কারওয়ান বাজার সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে এক ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা।  

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌঁড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকেন।

সেই মুহূর্তে এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু ছিনতাইকারী হাতে থাকা ছুরি দিয়ে তার ডান হাতের মধ্যমাংশে আঘাত করে পালিয়ে যান। আঘাতে তার হাতের অনেকটা অংশ কেটে যায়।

তিনি আরও জানান, মহানগরবাসীর জানমালের নিরাপত্তায় অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন সুমন রেজা। তার সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।