ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

রাজস্থলীতে বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪২, নভেম্বর ৩, ২০২০
রাজস্থলীতে বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. সেকান্দার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

সোমবার (০২ নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেকান্দার উপজেলার গ্রামীণ ব্যাংকের বাঙ্গালহালিয়া ইউনিয়ন শাখার সহকারী ম্যানেজার ছিলেন। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বৈলতলি গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিঞোমং মারমা বাংলানিউজকে বলেন, বাঙ্গালহালিয়া বাজারের তালুকতদর বিল্ডিংয়ে গ্রামীণ ব্যাংকের সহকারী ম্যানজারের বাসায় সিলিন্ডার বিস্ফোরণ হলে তিনি ঘটনাস্থলে মারা যান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।