ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

পায়ুপথে ১৩৫০ পিস ইয়াবা, কমলাপুরে ২ কিশোর গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৩, নভেম্বর ৩, ২০২০
পায়ুপথে ১৩৫০ পিস ইয়াবা, কমলাপুরে ২ কিশোর গ্রেফতার

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ১৩৫০ পিস ইয়াবাসহ দুই কিশোরকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।  

গ্রেফতার কিশোররা হলো- মামুনুর রশিদ (১৪) ও খায়ের হোসেন (১৪)

সোমবার (২ নভেম্বর) রাতে এ বিষয়ে কথা হয় ঢাকার রেলওয়ে থানা কমলাপুররে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল হাসানের সঙ্গে।

তিনি বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়া ওই দুই কিশোরের বাড়ি টেকনাফ জেলায়। তারা সকালের দিকে চিটাগাং মেইল ট্রেন এ করে কমলাপুর রেলস্টেশনে আসে। গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন থেকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই দুই কিশোর স্বীকার করে- তাদের পেটের ভেতর ১৩৫০ পিস ইয়াবা আছে। পরে কৌশলে তারা পেটের ভিতর থাকা পায়ুপথ দিয়ে ২৯টি প্যাকেট বের করে দেয়। পরে সেটা গুনে দেখা যায় ১৩৫০ পিস ইয়াবা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।