ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

মা ইলিশ রক্ষায় খুলনায় অভিযান, আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, অক্টোবর ২৭, ২০২০
মা ইলিশ রক্ষায় খুলনায় অভিযান, আটক ৩ আটক আল আমিন, মিঠু শেখ ও রিয়াজ শেখ

খুলনা: খুলনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০ পরিচালনা করেছে জেলা ডিবি ও রূপসা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রূপসার শৈলপুর খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদ থেকে ১০০০ ফুট কারেন্ট জালসহ তিনজনকে আটক করা হয়।

 

আটকরা হলেন- রূপসার যুগিহাটির সালাম শেখের ছেলে আল আমিন (২২), নবাব শেখের ছেলে মিঠু শেখ (২৬) ও রবিউল ইসলামের ছেলে রিয়াজ শেখ (১৮)।

খুলনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ও রূপসা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আটক তিনজনকে ৫০০০ টাকা জরিমানা ও জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।