ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

আইসিসিআর পুরস্কার পেলো বাংলাদেশের আনজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, অক্টোবর ২৭, ২০২০
আইসিসিআর পুরস্কার পেলো বাংলাদেশের আনজার

ঢাকা: ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) আয়োজিত চিতাংকন প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে পুরস্কার পেয়েছে বাংলাদেশের ছয় বছর বয়সী শিশু আনজার মুস্তাইন আলী। পুরস্কার হিসেবে এক হাজার ডলার পায় আনজার।

ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আনজারের হাতে পুরস্কার হিসেবে এ চেক তুলে দেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকার ভারতীয় হাইকমিশন।  

এতে বলা হয়, করোনা মহামারির কঠিন সময়ে আইসিসিআর বিশ্বব্যাপী এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। মোট আট হাজার চিত্রকর্ম প্রতিযোগিতায় জমা পড়ে। সেখান থেকে ২১০টি চিত্রকর্মম প্রাথমিকভাবে বাছাই করা হয়। সেখান থেকে ভারতীয় ও বিদেশি, পেশাদার, সৌখিন এবং শিশু এই চারটি ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন করে তাদের পুরস্কৃত করা হয়।  

এদের মধ্যে আনজার মুস্তাইন আলীর চিত্রকর্ম একটি। আনজারের পরিবার এবং হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটির হাতে চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে আরও ছয়টি চিত্রকর্ম আইসিসিআর ডিজিটাল শিল্পকর্ম প্রদর্শনীতে প্রদর্শনের জন্য বাছাই করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।