ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

ইয়াবাসহ আটক শ্রমিকনেতাকে ছাড়াতে সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩১, অক্টোবর ২৪, ২০২০
ইয়াবাসহ আটক শ্রমিকনেতাকে ছাড়াতে সড়ক অবরোধ

সিলেট: সিলেটে ইয়াবাসহ আটক হারিছ আলী নামে এক শ্রমিকনেতাকে ছাড়িয়ে আনতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে নগরের সোবহানিঘাটে সড়কে এলোপাতাড়ি গাড়ি রেখে অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

একই সময়ে নগরের প্রবেশদ্বার হুমায়ান রশিদ চত্বর, চন্ডিপুল, তেমুখী এলাকায় সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।

সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা সভাপতি সেলিম আহমদ বাংলানিউজকে বলেন, সাদা পোশাকে বিজিবি সদস্যরা ইয়াবাসহ শ্রমিকনেতা হারিছ আলীকে আটক করে আখালিয়া সেক্টর হেড কোয়ার্টারে নিয়ে যায়। শ্রমিকরা তাকে দেখতে গেলে দেখা করতে দেওয়া হয়নি। এ কারণে বিক্ষুব্ধ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।