ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

ইয়াবা বিক্রি করতে এসে ডিবির হাতে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৭, অক্টোবর ২৪, ২০২০
ইয়াবা বিক্রি করতে এসে ডিবির হাতে যুবক আটক

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গ্যানিংগঞ্জ বাজার থেকে ইয়াবা বিক্রির অভিযোগে উজ্জ্বল মিয়া (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

উজ্জ্বল আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।

হবিগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল মিয়া বাংলানিউজকে জানান, সম্প্রতি তাদের একজন সোর্স উজ্জ্বল মিয়ার কাছ থেকে ইয়াবা কেনার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী উজ্জ্বল শুক্রবার রাতে বানিয়াচংয়ের গ্যানিংগঞ্জ বাজারের জননী মিস্টান্ন ভান্ডারে ইয়াবা নিয়া আসেন। তখন আগে থেকেই ওঁৎ পেতে থাকা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

এসআই মোজাম্মেল আরও জানান, উজ্জ্বলের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হবে এবং তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।