ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, অক্টোবর ২৩, ২০২০
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): ভারতের নয়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল বন্দর, কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেন।

এসময় তারা বেনাপোল স্থলবন্দর পরিদর্শন শেষে কাস্টমস হাউজে এক মতবিনিময় সভায় যোগদান করেন।

এর আগে হাইকমিশনার বেনাপোল সীমান্তের শূন্য রেখায় পৌঁছালে বন্দর, কাস্টমস, ইমিগ্রেশন কর্মকর্তা ও ব্যবসায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রতিনিধি দলটি বেনাপোল বন্দর পরিদর্শনের আগে ভারতের পেট্রাপোল বন্দর ও ইমিগ্রেশন-কাস্টমস ঘুরে দেখেন। হাইকমিশনারের এটাই প্রথম বেনাপোল বন্দর পরিদর্শন বলে জানা গেছে।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, দেশের সর্ব বৃহত্তর স্থলবন্দর হচ্ছে বেনাপোল স্থলবন্দর। এ বন্দরে বাণিজ্য সম্প্রসারণে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন পরিকল্পনার বিষয়গুলো হাইকমিশনারকে দেখানো হয়েছে। এছাড়া এপথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ব্যবস্থাও ঘুরে দেখেন তিনি।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন জানান, আমরা ব্যবসায়ীরা মনে করছি এ পরিদর্শনের মধ্য দিয়ে বাণিজ্যিক ক্ষেত্রে অনুন্নত বিষয়গুলোর দ্রুত উন্নয়ন হবে। এতে এপথে আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি ফিরে আসবে। ফলে ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন তেমনি সরকারের রাজস্ব আয় বাড়বে।

এসময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন- কলকাতার ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, মিনিস্টার পলিটিক্যাল বিএম জামাল হোসেন, কাউন্সিলর শহীদ আজিজ, ফাস্ট সিকিউরিটি কমার্সিয়াল মো. আরিফ ও প্রটোকল অফিসার আজিজুল আলম।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।