ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, মার্চ ১৩, ২০২০
কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

কুমিল্লা: কুমিল্লায় চান্দিনা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন হত্যা মামলার আসামি ডাকাত খোকন (৪৫) নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ, পাচঁ রাউন্ড গুলির খোসা, দু’টি রামদা, একটি ছুরি, একটা চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) ভোরে উপজেলার ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

খোকন বরগুনা সদর উপজেলার ফুলতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও চাঞ্চল্যকর মুরাদনগর উপজেলা জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন হত্যা মামলার পলাতক আসামি।  

পুলিশ জানায়, ভোরে চান্দিনা উপজেলার ছয়ঘরিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিয়েছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্য ও চান্দিনা থানা পুলিশ সদস্যরা যৌথভাবে সেখানে অভিযানে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল থেকে খায়রুল আলম সাধন হত্যা মামলার আসামি ডাকাত খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মার্চ ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।