ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

অতিরিক্ত টাকা দিলে পাটুরিয়ায় মিলছে ফেরি পারের টিকিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, মার্চ ১৩, ২০২০
অতিরিক্ত টাকা দিলে পাটুরিয়ায় মিলছে ফেরি পারের টিকিট

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ফেরি পারের জন্য ট্রাক ট্রার্মিনাল থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে সিরিয়াল ভঙ্গ করে টিকিট দিচ্ছে এমন অভিযোগ করছেন ট্রাক চালকরা।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে ট্রাকের দীর্ঘ সারি দেখা যায় পাটুরিয়া ট্রাক ট্রার্মিনালে। অন্যান্য সময়ের চেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পণ্যবোঝাই ট্রাকের চাপ তুলনামূলকভাবে বেশি থাকে।

এ সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত অর্থের বিনিময়ে সিরিয়াল ভঙ্গ করে টিকিট দিচ্ছে ট্রাক ট্রার্মিনালের টিকিট কলাররা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিয়ম অনুয়ায়ী সিরিয়ালে ফেরির টিকিট পাওয়ার কথা কিন্তু তা না করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখছে ট্রাক চালকদের টিকিট কলাররা। ট্রাক ট্রার্মিনালের সিরিয়াল ভঙ্গ করে তাদের নির্ধারিত দালাল বা অতিরিক্ত টাকা হলে ফেরি পারের টিকিটের দেখা মিলছে পণ্য বোঝাই ট্রাক চালকদের হাতে। সরকার নির্ধারিত ফেরি ভাড়া ছোট গাড়ি ১০৬০ টাকা এবং বড় গাড়ি ১৪৬০ টাকা কিন্তু প্রতিটি পণ্য বোঝাই ট্রাক থেকে ৫-৮ শতাধিক টাকা অতিরিক্ত নিচ্ছে ট্রাক ট্রার্মিনালের টিকিট কলাররা এমন অভিযোগ করেছেন ট্রাক ট্রার্মিনালের অবস্থানরত একাধিক চালকরা।

>>>পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় সাড়ে ৩ শতাধিক ট্রাক

পাটুরিয়া ঘাটে আটকে থাকা ট্রাক চালক শাহীন বাংলানিউজকে বলেন, আমি মেঘনা ঘাট থেকে আসছি, যাবো খুলনা। আমার ছোট গাড়ির ভাড়া ১০৬০ টাকা অথচ আমার কাছ থেকে নিয়েছে ১৮০০ টাকা। এ টাকা ছাড়া টিকিট দিবে না যে কারণে সব সময় বেশি দিয়েই টিকিট কাটতে হয়।  

কাভার্ডভ্যান চালক সোহেল বলেন, আমি রাতে পাটুরিয়া ঘাটে আসছি আসার পরপর টিকিট কাটতে গিয়েছিলাম তখন ২৪০০ টাকা চেয়েছে তাই বাধ্য হয়ে টিকিট না কেটে রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে টিকিট কাটতে গিয়ে দেখি অনেক চাপ তাই বাধ্য হয়ে ১৪৬০ টাকার টিকিট ১৮০০ টাকা দিয়ে নেই।  

ছোট গাড়ি চালক আবু তালেব বলেন, ঢাকা থেকে পাইপ নিয়ে যাচ্ছি যশোর। আমার গাড়ির টিকিটের মূল্য ১০৬০ টাকা অথচ দিতে হয়েছে ১৩০০ টাকা তবুও তো টিকিট দিতে চায় না। সবচেয়ে বড় দুর্নীতির জায়গা হলো পাটুরিয়া ঘাট। অতিরিক্ত টাকা দিয়ে টিকিট না নিলে টার্মিনালে জটলা করে রাখে তারা।

পাটুরিয়া ট্রাক টার্মিনালের টিকিট কাউন্টারের গ্রুপ লিডার টি এস ইজ্জত আলী বাংলানিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই বলে ফোন কেটে দেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করেপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, আমি বাইরে আছি। অতিরিক্ত টাকা নিয়ে টিকিট দিচ্ছে আমার জানা নাই বিষয়টি দেখছি। এমনিতে ট্রাক থেকে পাঁচ বা আটশ টাকা বেশি নিচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা তবে মাঝে মাঝে দুই এক শতাধিক টাকা বেশি নেয় নাস্তা করার জন্য।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।