ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

পানছড়িতে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৬, মার্চ ১৩, ২০২০
পানছড়িতে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি থেকে মংসাজাই মারমা (৬৩) এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় পানছড়ির বাম্বুপাড়া খালের পাশ থেকে তার কঙ্কালটি উদ্ধার করা হয়। তার পরনের কাপড় দেখে পরিবারের সদস্যরা কঙ্কালটি সনাক্ত করেন।

মংসাজাই পেশায় একজন কবিরাজ বলে জানা গেছে। তিনি পানছড়ির কংচাইরী পাড়ার বাসিন্দা।
 
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে মংসাজাই বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের ৮ দিনপর ২৮ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে পানছড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয়।
 
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল হোসেন বাংলানিউজকে বলেন, কঙ্কালটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ৮০০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।