ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

করোনা: জ্বর-সর্দিতে কারাগারের আলাদা ওয়ার্ডে বন্দিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৭, মার্চ ১৩, ২০২০
করোনা: জ্বর-সর্দিতে কারাগারের আলাদা ওয়ার্ডে বন্দিরা

ঢাকা: বাংলাদেশের সব কারাগারে করোনা ভাইরাস নিয়ে সর্তকতার দিক-নির্দেশনা দিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি, প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা। 

তিনি বলেছেন, কোনো বন্দির জ্বর বা সর্দি-কাশি হলে তাকে আলাদা ওয়ার্ডে রাখা হচ্ছে। একই সঙ্গে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা মোবাইল ফোনে বাংলানিউজকে এসব কথা জানান।  

কারাগার পরিদর্শনের কথা জানিয়ে তিনি বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্কভাবে এটা প্রতিরোধ করতে হবে। এর জন্য সমস্ত কারাগারে আগে থেকেই দিক-নির্দেশনা দেওয়া হয়েছিল। আমি নিজেও বিভিন্ন কারাগার ভিজিট করছি। আজ সিলেটের মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া কারাগার পরিদর্শন করেছি এবং সেখানে করোনা ভাইরাস সতর্কতায় দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

আইজি প্রিজন বলেন, বন্দিদের জ্বর ও সর্দি-কাশি হলে সতর্কতার জন্য আলাদা ওয়ার্ডে রাখা হয়েছে। কারা চিকিৎসকেরা তাদের চিকিৎসা দিয়েছেন। তারা ক্রমেই ভালো হয়ে যাচ্ছেন। পরে তারা ফের ওয়ার্ডে ফিরে এসেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের কারাগারে আনুমানিক দশ হাজার বন্দি আছে। করোনা ভাইরাস সম্বন্ধে প্রতিদিন তাদের সতর্ক করা হয়। এর আগে থেকে আমাদের নির্দেশনাও ছিল।  

‘প্রতিদিন কারাগার থেকে জামিনে ১৩০ থেকে ১৬০ জন বন্দি বেরিয়ে যান। আবার নতুন বন্দি প্রবেশ করেন ১৬০ থেকে ১৮০ জন। কিছুদিন আগে চীন ফেরত একব্যক্তি চেক জালিয়াতি মামলায় আমাদের কারাগারে আসেন। কারাগারে প্রবেশের সময় ওইব্যক্তির সঙ্গে আরো ৩৬ জন অন্যান্য বন্দিও ছিলেন। পরে ওই চীন ফেরত ব্যক্তিসহ মোট ৩৭ জনকে আলাদা একটি ওয়ার্ডে রাখা হয়েছিল শুধু সতর্কতার জন্য। ’

তিনি বলেন, পাঁচদিন থাকার পর ওই চীন ফেরত ব্যক্তিটি জামিনে কারাগার থেকে বের হয়ে যান। বাকি ৩৬ বন্দি সবাই ভালো আছেন। প্রতিদিন কারাগারে সমস্ত জায়গায় দুই-তিনবার পরিষ্কার করা হচ্ছে। মাইকিংয়ের মাধ্যমে বন্দিদের করোনা ভাইরাস সম্বন্ধে সতর্কতার মেসেজ দেওয়া হচ্ছে। বন্দিদের জানানো হয়েছে, অতি প্রয়োজন ছাড়া তারা যেন আপাতত স্বজনদের সঙ্গে দেখা না করেন।  

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এজেডএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।