ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

বাসায় ঢুকে অন্তঃসত্ত্বাকে কুপিয়ে আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪০, মার্চ ১২, ২০২০
বাসায় ঢুকে অন্তঃসত্ত্বাকে কুপিয়ে আহত হাসপাতালে সামান্তা।

ঢাকা: রাজধানীর মিরপুরে একটি বাসায় ঢুকে জোবায়দা জালাল সামান্তা (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়েছে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়েছে তারা।

বুধবার (১১ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহবধূর স্বামী মাহবুব হোসেন রানা জানান, তারা মিরপুর এক নম্বরের শাহআলীর ৫ নম্বর রোডের ৪ নম্বর বাসার পাঁচতলায় থাকেন। তিনি মোহাম্মদপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ঘটনার সময় সামান্তা একাই বাসায় ছিলেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বিকেলে  দুই থেকে তিনজন লোক বাসার ভেতরে ঢুকে সামান্তাকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, আহত সামান্তার গলায়, দুই হাতে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বাংলানিউজকে জানান, ঘটনাটি শুনেছি। গৃহবধূর স্বামী থানায় আসছেন। তার কাছ থেকে ঘটনা শুনে পরে  বিস্তারিত জানাতে পারবো।  

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ