বুধবার (১১ মার্চ) দুপুরে পুরান ঢাকার নবসজ্জিত বাহাদুর শাহ পার্কের উদ্বোধন করে এ মন্তব্য করেন ডিএসসিসি মেয়র।
বাহাদুর শাহ পার্কের উদ্বোধন শেষে সাঈদ খোকন দাবি করেন, পুরান ঢাকায় আমরা নতুন দিনের সূচনা করতে পেরেছি।
নতুনভাবে সজ্জিত বাহাদুর শাহ পার্কটি দেখে রাখতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে খোকন বলেন, বেহাল হয়ে থাকা ও নানান অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হওয়া এসব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করতে প্রভাবশালী মহল, আদালত বিভিন্ন জায়গায় লড়াই করতে হয়েছে। ৬ কোটির অধিক অর্থ ব্যয়ে নবসজ্জিত আহাদুর শাহ পার্কটি নানা বযসী নাগরিকদের নির্মল বিনোদনে সহায়ক হবে। এটি আধুনিকায়নে এলাকাবাসীর সম্মতি নিয়ে শতাধিক নবীন- প্রবীন স্থপতি কাজ করেছেন।
আগামীতে পুরান ঢাকার আরো উন্নতি প্রত্যাশা করে সাঈদ খোকন বলেন, ডিএসসিসির নতুন নির্বাচিত মেয়র ফজলে নূর তাপস অতি চমৎকার, আধুনিক ও উদ্যমী মানুষ। আগামীতে তিনি পুরান ঢাকাকে আরও এগিয়ে নেবেন।
এসময় স্থপতি রফিক আজম, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাছিমা বেগম, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসএইচএস/এইচজে