ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, মার্চ ১১, ২০২০
মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকায় শিশু (৪) ধর্ষণের অভিযোগে আবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে ওই এলাকায় ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল হোসেনে গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকা।

তিনি পেশায় একজন বাসচালক বলে জানা গেছে।  

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সাইদুর রহমান বাংলানিউজকে জানান, জয়রা এলাকায় একটি বাড়ি ভাড়াটিয়া হিসেবে ছিলেন আবুল হোসেন। ভাড়া বাড়ির পাশে একটি শিশুকে কৌশলে ধর্ষণ করেন তিনি। শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ