ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিএসএফের ৮ সদস্য বাংলাদেশে 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, মার্চ ৫, ২০২০
সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিএসএফের ৮ সদস্য বাংলাদেশে 

বেনাপোল (যশোর): ভারত-বাংলাদেশ দু’দেশের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে তিনদিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আট সদস্যর একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুর ১২টার দিকে বিএসএফ দক্ষিণ বেঙ্গল ফ্রোন্টিয়ার আইপিএস আইজি শ্রী ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে  বাংলাদেশে প্রবেশ করে।

এসময় বেনাপোল নোম্যানসল্যান্ডে (শূন্যরেখা) ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন।

যশোর বিজিবির উপ-পরিচালক ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে নারী ও শিশু পাচার, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান রোধে সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিএসএফের উচ্চ পর্যায়ের আট সদস্যর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। সম্মেলন শেষে দলটি রোববার (০৮ মার্চ) বেনাপোল হয়ে পুনরায় ভারতে ফিরে যাবেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ