ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে করোনা সন্দেহে দুবাই ফেরত যুবক হাসপাতালে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, মার্চ ৫, ২০২০
সিলেটে করোনা সন্দেহে দুবাই ফেরত যুবক হাসপাতালে ভর্তি

সিলেট: করোনা ভাইরাস সন্দেহে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি দুবাই ফেরত এক যুবকের ব্লাড স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধি দল এরই মধ্যে ওই যুবকের ব্লাড সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে।

হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বাংলানিউজকে বলেন, শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা নাগাদ ব্লাড স্যাম্পলের ফলাফল জানা যাবে।

ফলাফল হাতে পাওয়ার পর বোঝা যাবে ওই যুবক করোনা ভাইরাসে আক্রান্ত কিনা।

যুবকের বরাত দিয়ে তিনি বলেন, দুবাইতে তিনি একটি হোটেলে কাজ করেছেন। সেখানে চায়না নাগরিকরাও তার সঙ্গে কাজ করতেন। এরপর থেকে তিনি সর্দি, জ্বরে আক্রান্ত। যে কারণে দেশে আসার পর তিনি বুধবার (৪ মার্চ) নগরের রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। পরে প্রশাসনের সহায়তায় তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাকে ওসমানী থেকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ইউনিটের একটি কেবিনে তাকে রাখা হয়েছে।

হিমাংশু লাল রায় আরও বলেন, করোনা আক্রান্ত কিনা এ বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই যুবককে পরিচয় প্রকাশ না করার জন্য সাংবাদিকসহ সবার কাছে অনুরোধ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ