ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে বিমাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৭, ফেব্রুয়ারি ২৫, ২০২০
বরিশালে বিমাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশাল শহরে শুক্কুর হাওলাদার (৫৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় নিজ বাসা থেকে শুক্কুর হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুক্কুর বরিশালের আমিরগঞ্জ এলাকার মুকন্দপট্টির মৃত আ. মান্নান হাওলাদারের ছেলে।

তিনি বেশকিছুদিন ধরে বাঘিয়া এলাকায় স্ত্রী রেহানা এবং মেয়ে লিজা ও লামিয়াকে নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি একটি জীবন বিমা কোম্পানিতে চাকরি করতেন।  

শুক্কুর হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) মো. ফয়সাল জানান, পারিবারিক কলহের জের ধরে গলায় দড়ি দিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।