ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

আশ্বাসে বিজিএমইএ ভবন ছাড়লেন শ্রমিকরা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আশ্বাসে বিজিএমইএ ভবন ছাড়লেন শ্রমিকরা

মিরপুর (ঢাকা): আশ্বাস পেয়ে বিজিএমইএ ভবন ছেড়েছে সাভারের আশুলিয়ায় ‘সার্ক নিটওয়ার লিমিটেড’র শ্রমিকরা

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিজিএমইএ’র ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে দুপুর আড়াইটার দিকে আশ্বাস পেয়ে শ্রমিকরা ফিরে যায়।  

শ্রমিকদের জানানো হয়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কলকারখানা অধিদফতরের মালিকপক্ষ, শ্রমিক-শ্রমিক প্রতিনিধি ও বিজিএমইএ’র কর্মকর্তাদের সঙ্গে সমঝোতার জন্য আলোচনা করা হবে।

এ আলোচনায় সব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

>>>বিজিএমইএ’র সামনে বিক্ষোভ করছে বিরুলিয়ার পোশাক শ্রমিকরা

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন সহ-সভাপতি আল কামরান বাংলানিউজকে জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ না করে হাঠাৎ কারখানা বন্ধ করে দেয়। এ নিয়ে আজ সকালে বিরুলিয়া সড়কে পরে বিজিএমইএ’র ভবনের সামনে অবস্থান নেন শ্রমিকরা। ভবনের সামেন আন্দোলনের এক পর্যায়ে বিজিএমইএ’র জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মনসুর খালেদ শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানে আনা হয়।
 
রোববার সকালে ‘সার্ক নিটওয়ার লিমিটেড’র প্রায় এক হাজার শ্রমিক বেতন পরিশোধের দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করে। পরে শ্রমিকরা বিজিএমইএ’র সামনে আন্দোলন করতে থাকে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।