ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে আবাসিক হোটেল থেকে আটক ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, ফেব্রুয়ারি ১৬, ২০২০
বরিশালে আবাসিক হোটেল থেকে আটক ১৫ ছবি: প্রতীকী

বরিশাল: বরিশাল নগরের দু’টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (পুলিশ)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নগরের পোর্ট রোডস্থ হোটেল জোনাকি ও হোটেল গালিবে এ অভিযান পরিচালিত হয়।

আটকদের মধ্যে নয়জন নারী, চারজন পুরুষ ও দু’জন হোটেল ম্যানেজার রয়েছেন বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেওয়া মহানগর গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, হোটেল জোনাকি ও হোটেল গালিবে অসামাজিক কার্যকলাপের অপরাধে ওই ১৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাতে চকবাজার হোটেল পাতারহাটে অভিযান চালিয়ে সাতজন নারী, ছয়জন পুরুষ ও দু’জন হোটেল ম্যানেজারসহ ১৫ জনকে আটক করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।