ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, ফেব্রুয়ারি ১৬, ২০২০
ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও গ্রামে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণ হয়ে সলেমান আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন ওই মিলের মালিকসহ কমপক্ষে নয়জন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও গ্রামের ভাই ভাই হাসকিং মিলে ধান সিদ্ধ করার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত সলেমান ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

আহতরা হলেন- মিল শ্রমিক সনু (৪২), মনতাজ (৬৫), মিল মালিক রুহুল আমিন (৬৫), তার ছেলে জহিরুল ইসলাম (৩৫), বাদিয়া মার্কেটের দোকানদার তুলশি (২৮), পথচারী আরিফ (১৫), সুব্রতসহ (১৬) কমপক্ষে নয়জন। আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় ঘটনাস্থল পরির্দশন করেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।