ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

মুন্সিগঞ্জে চার দোকানে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৫, ফেব্রুয়ারি ১৪, ২০২০
মুন্সিগঞ্জে চার দোকানে আগুন

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সদরে খালইস্ট এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে চারটি দোকানে আগুন লেগে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় ফার্নিচার, সিমেন্ট ও টাইলসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভায়।

আগুনের সূত্রপাত সম্পর্কে স্থানীয়দের কয়েকজন দাবি করেন, ফার্নিচার দোকানের ভেতরে বেশ কয়েকজন কর্মচারী রাত্রী যাপন করেন। তাদের ব্যবহৃত কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবু বকর জামান রাত পৌন ১২টায় জানান, আগুন নিয়ন্ত্রণে আছে। কেউ হতাহত হয়নি। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।