ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

গ্রেগরিয়ান ডে’র প্রবেশপত্র পাওয়া যাবে ‘পিক অ্যান্ড চুজ’-এ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০১, ফেব্রুয়ারি ১৪, ২০২০
গ্রেগরিয়ান ডে’র প্রবেশপত্র পাওয়া যাবে ‘পিক অ্যান্ড চুজ’-এ

ঢাকা: গ্রেগরিজ হাইস্কুলের ১৩৮তম বর্ষপূর্তিতে গ্রেগরিয়ান অ্যাসোসিয়েশন উদযাপন করতে যাচ্ছে ‘গ্রেগরিয়ান ডে ২০২০’। 

এ উপলক্ষে শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে।  

স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানটি বিভিন্ন আকর্ষণীয় পর্বে ভাগ করা হয়েছে। অনুষ্ঠান শেষ হবে খ্যাতনামা ব্যান্ড দলের লাইভ পারফর্মেন্সের
মাধ্যমে।

‘গ্রেগরিয়ান ডে ২০২০’-এর প্রবেশপত্র পাওয়া যাবে পুরান ঢাকার সবচেয়ে পুরানো সুপার শপ ‘পিক অ্যান্ড চুজ’-এ । মাত্র তিনশ টাকার বিনিময়ে সব গ্রেগরিয়ান
প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।  

চাইলে ঘরে বসেও ফেসবুকে Pick n Choose-এর ফেসবুক পেজ
(https://www.facebook.com/pickandchoose01/ ) থেকেও প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ।

জানা যায়, ১৮৮২ সালে ঢাকার খ্রীস্টান মিশনারিরা স্বল্প পরিসরে পুরাতন ঢাকার লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরিজ হাইস্কুলের প্রতিষ্ঠা করেন। শুরু থেকে এখনো
গৌরবের সঙ্গে মাথা উঁচু করে আছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।