ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

একটি গোলাপ ৫০ টাকা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৮, ফেব্রুয়ারি ১৪, ২০২০
একটি গোলাপ ৫০ টাকা!

নারায়ণগঞ্জ: ফুল ভালোবাসা ও আস্থার প্রতীক। এবার ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন একই দিনে পড়েছে আর তাই এই ভালোবাসার প্রতীকের বাজার হয়ে উঠেছে আরও জমজমাট। একই সঙ্গে ফুলের দামও বেড়েছে কয়েকগুণ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শহরের বিভিন্ন ফুলের দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে। দিনটিকে ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন অলিগলিতে ফুলের পসরা নিয়ে শতাধিক অস্থায়ী দোকান বসেছে।

 

বাজার ঘুরে দেখা গেছে, যেখানে ১০ থেকে ১২ টাকায় গোলাপ বিক্রি হয় সাধারণ সময়ে সেখানে এখন প্রতিটি গোলামের দাম রাখা হচ্ছে ৫০ টাকা। আর অন্যান্য বিভিন্ন ফুলের দামও রাখা হচ্ছে ইচ্ছেমত। আর বছরে একটি দিনই ফুল কিনে প্রিয়জনকে দেবেন বলে তেমন কিছু না বলে বিক্রেতাদের দাবি অনুযায়ীই ফুল কিনছেন সবাই।

শহরের চাষাঢ়ায় ফুল কিনতে আসা ফারিয়া বাংলানিউজকে জানান, আমি তেমন একটা ফুল কিনিনা তবে বিশেষ দিন উপলক্ষে প্রিয়জনকে দেব বলে কিনতে এসেছি। আমি তিনটি গোলাপ কিনলাম ১৫০ টাকায়।

ফুল বিক্রেতা রাসেল বাংলানিউজকে জানান, আসলে বছরের এই একটি দিনই আমাদের মতো মৌসুমী ফুলের ব্যবসায়ীদের ব্যবসা হয়ে থাকে আর তাই দিনটিতে কিছুটা বাড়তি দাম আমরাও রাখি।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।