ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

রেলের জন্য প্রয়োজনীয় জমি উদ্ধার করা হবেই: রেলমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫১, ফেব্রুয়ারি ১৪, ২০২০
রেলের জন্য প্রয়োজনীয় জমি উদ্ধার করা হবেই: রেলমন্ত্রী

নীলফামারী: রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের প্রয়োজনীয় জমি উদ্ধার করা হবে এবং বাকিটা বসবাসকারীদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হবে। তবে এ সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার জন্য বসবাসকারীদের প্রতি অনুরোধ করেন তিনি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে স্থানীয় বসবাসকারীদের আশ্বস্ত করে এসব কথা বলেন মন্ত্রী।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চিলাহাটি-সৈয়দপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণের কাজ শুরু হবে শিগগিরই।

এসবের প্রয়োজনে রেলওয়ে কর্তৃপক্ষ রেলের অবৈধ দখলকারীদের উচ্ছেদে মাঠে নেমেছে। এ কাজ শেষ করে বাকিটা বসবাসকারীদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হবে।  

মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রেলভূমি নিয়ে যদি কেউ ফায়দা লুটার চেষ্টা করেন কিংবা মধ্যস্বত্ত্বভোগী দাঁড়ান তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি আকাশপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে এসময় সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আযম আলী, ব্যবসায়ী জুবের আলম, মহসিন মিঠু।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।