ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

না’গঞ্জ গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৩, ফেব্রুয়ারি ১৪, ২০২০
না’গঞ্জ গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গণধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানায় নির্যাতিতার বাবা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন-ফতুল্লার তল্লা সবুজবাগের মনির হোসেনের ছেলে রনি (১৮) ও কাঠেরপুল এলাকার হাসেমের ছেলে হৃদয় (১৮)। এছাড়া পলাতক রয়েছেন অপর আসামি আল্লাহ ভরসা বাসের হেলপার হৃদয় (২২)।

অভিযোগের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গত ১১ ফেব্রুয়ারি ফতুল্লার তল্লা সবুজবাগ এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযোগকারীর মেয়েকে অভিযুক্তরা পালাক্রমে ধর্ষণ করেন। পরে নির্যাতিতা বাসায় জানালে থানায় অভিযোগ দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ