ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে দুই ছিনতাইকারীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫০, ফেব্রুয়ারি ১৩, ২০২০
রূপগঞ্জে দুই ছিনতাইকারীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুই ছিনতাইকারীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার বাচ্চু মিয়ার ছেলে তানজিল আহম্মেদ রানা ও মাহমুদাবাদ এলাকার জাহিদের ছেলে ওবায়দুল মিয়া।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মমতাজ বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ডেমরা বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী সামসুদ্দিন, সৌমিক ও শাকিল সরকারি মুড়াপাড়া কলেজে ঘুরতে আসে। কলেজের ক্যান্টিনে খাবার কিনতে যাওয়ার পথে ছিনতাইকারী রানা ও ওবায়দুল শিক্ষার্থীদের জিম্মি করে মোবাইল ফোন ও টাকা ছিনতাই করেন এবং তাদের জোরপূর্বক ধুমপান করায়। পরে ওই তিন শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ দুই ছিনতাইকারী আটক করে।

বুধবার বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দন্ডবিধি ১৮৬০ এর ৩৬৫ ধারা অনুযায়ী তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান বিচারক মমতাজ।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।