ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

পটুয়াখালীতে প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, ফেব্রুয়ারি ১২, ২০২০
পটুয়াখালীতে প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

পটুয়াখালী: পটুয়াখালীতে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ও গুজব রটানো চক্রের সদস্য এইচএম ফাহাদকে (১৮) আটক করেছে র‍্যাব।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দলের অভিযানে তাকে আটক করা হয়।

ফাহাদ মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া এলাকার হাজী গোলাম মোস্তাফার ছেলে।

আটকের পর পাবলিক পরীক্ষা আইনে ফাহাদকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।  

জানা যায়, চক্রটি পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে একটি প্রতারক চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্রকে মূল প্রশ্নপত্র বলে চালিয়ে প্রচুর অর্থ হাতিয়ে নেয়। আটক এইচএম ফাহাদ মোবাইল প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। তিনি ভুল তথ্য দিয়ে ভিন্ন ভিন্ন নামে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। আটককালে তার কাছে থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস কাজে ব্যবহৃত একটি মোবাইল এবং বিপুল পরিমাণ ভুয়া নমুনা প্রশ্নপত্র জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।