ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহী কারাগারের হাজতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, ফেব্রুয়ারি ১২, ২০২০
রাজশাহী কারাগারের হাজতির মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী হায়দার (৩২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের ২১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন থেকে কিডনি রোগে ভুগছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, আলী হায়দার মাদক মামলার আসামি ছিলেন। তার মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। তার হাজতি নম্বর ৯২৭০/১৯। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ৯ জানুয়ারি কারাগার থেকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদুর রহমান জানান, এ ঘটনায় মহানগরীর রাজপাড়া থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০ 
এসএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।