ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

প্রকৃত ভূমিহীনদের সরকারি ঘর বরাদ্দের দাবিতে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, ফেব্রুয়ারি ৭, ২০২০
প্রকৃত ভূমিহীনদের সরকারি ঘর বরাদ্দের দাবিতে সমাবেশ সমাবেশে নদী ভাঙন কবলিত হতদরিদ্র ও ভূমিহীনরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের রসুলপুর চরের ও নদী ভাঙন কবলিত হতদরিদ্র এবং প্রকৃত ভূমিহীনদের সরকারি ঘর বরাদ্দ দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কৃষক ফেডারেশন ও কৃষাণী সভা বরিশাল জেলা কমিটি। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার প্রতিটি উপজেলায় হতদরিদ্র ও ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রামে টিনের ঘর উত্তোলন করছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা এসব ঘরের বরাদ্দের তালিকায় প্রকৃত ভূমিহীনদের নাম বাদ দিয়ে জটিলতা সৃষ্টি করছেন।
জনপ্রতিনিধিরা তাদের পছন্দের লোকদের সুপারিশের মাধ্যমে ঘর বরাদ্দ দেওয়ার কারণে প্রকৃত ভূমিহীনদের ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবিলম্বে প্রকৃত ভূমিহীনদের সরকারি ঘর দেওয়ার দাবি জানান বক্তারা।

কৃষক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কৃষাণী সভা বরিশাল জেলা কমিটির সভাপতি রেহানা বেগম মিতু, কৃষক ফেডারেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক হালিম মোহরী, প্রচার সম্পাদক ইউসুব আকন, সাংগঠনিক সম্পাদিকা মনি বেগম, সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত, নুর নাহার মিলি, হীরা বেগম, অভিনাশ মিস্ত্রসহ জেলা ও মহানগরের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।