ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

নির্মাণাধীন ৩ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪০, ফেব্রুয়ারি ৭, ২০২০
নির্মাণাধীন ৩ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ...

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের ৩ তলা থেকে পড়ে রিপন মিয়া (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার বুড়ির বাজার এলাকার শাহ আলমের নির্মাণাধীন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত রিপন মিয়া নেত্রকোনা জেলার মাছনাপুর এলাকার নুর ইসলামের ছেলে।

তিনি আশুলিয়ার বুড়ির বাজার এলাকার হাসিনা ভিলায় ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ বাংলানিউজকে জানান, আজ নির্মাণাধীন ভবনের ৩ তলায় কাজ করছিলেন রিপন। এসময় হঠাৎ বাঁশের মাচা ভেঙ্গে তিন তলা থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।