ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

রূপনগরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৪, ফেব্রুয়ারি ৭, ২০২০
রূপনগরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুর রূপনগর এলাকা থেকে মামুন শেখ (২৬) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রূপনগর এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাতে মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, মামুন শেখ রূপনগর ‘ট’ ব্লকের একটি ভবনের নিচতলায় থাকতেন। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তার বাবার নাম মোকছেদ শেখ।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক বাংলানিউজকে জানান, ওই বাসায় একটি কক্ষে একাই থাকতেন মামুন। বৃহস্পতিবার আশপাশের কক্ষের লোকজন পচা দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে আনুমানিক ৫ থেকে ৬ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।