ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

পরীক্ষায় নকলের দায়ে মাধবপুরে ৩ ছাত্রী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৭, ফেব্রুয়ারি ৭, ২০২০
পরীক্ষায় নকলের দায়ে মাধবপুরে ৩ ছাত্রী বহিষ্কার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৩ ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। এ বছর তারা আর কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে না।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের নকলসহ হাতেহাতে ধরা হয়। সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়, দেবপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তারা।



মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার জানান, ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে নকল নিয়ে কেন্দ্রে প্রবেশ করে ওই তিন পরীক্ষার্থী। বেলা ১১টার দিকে একজন ও দুপুর ১২টার দিকে বাকী দুইজনকে নকলসহ ধরেন দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক। পরে তাদের বহিষ্কার করা হয়।

কেন্দ্রসচিব এমদাদুল হক জানান, কাগজের মধ্যে লেখা প্রশ্নের উত্তর দেখে দেখে পরীক্ষায় অংশ নিচ্ছিল তারা। কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত পরিদর্শক বিষয়টি দেখতে পেলে তাদের ধরে ফেলে। বহিষ্কার হওয়া ৩ ছাত্রী এ বছর আর এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।