ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ভোমরা বন্দরে ভারতীয় ট্রাকচাপায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, ফেব্রুয়ারি ৬, ২০২০
ভোমরা বন্দরে ভারতীয় ট্রাকচাপায় শ্রমিক নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় দুইটি ট্রাকের মাঝে পড়ে পিষ্ট হয়ে দুলাল সরকার (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুলাল সরকার সাতক্ষীরা শহরের ফুলতলা গ্রামের বুলিন সরকারের ছেলে।

ভোমরা বন্দরের শ্রমিকরা জানান, ভারতীয় পাথরের গাড়ি আনলোড করার সময় দুই ট্রাকের মাঝে পড়ে পিষ্ট হয়ে দুলাল সরকার ঘটনাস্থলেই মারা যান।

ভোমরা বন্দরের ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত সরকার বাংলানিউজকে জানান, ভারতীয় দুই ট্রাকের মাঝে পড়ে পিষ্ট হয়ে দুলাল সরকার নিহত হয়েছেন। মরদেহটি উদ্ধার ও ট্রাক দুটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।