ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

প্রথমবারের মতো রংপুর সফরে রীভা গাঙ্গুলী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, নভেম্বর ২৯, ২০১৯
প্রথমবারের মতো রংপুর সফরে রীভা গাঙ্গুলী রংপুর সফরে রীভা গাঙ্গুলী দাশ।

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ গত দুইদিন রংপুর বিভাগ সফর করেছেন। এই সময় তিনি রংপুরে বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি কয়েকটি ভবন উদ্বোধন করেছেন ভারতীয় হাইকমিশনার। 
 

শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রংপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমে স্বামী বিবেকানন্দ ভবন উদ্বোধন করেন রীভা গাঙ্গুলী দাশ।

১ দশমিক ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট এই ভবনে রয়েছে কম্পিউটার সেন্টার, দাতব্য মেডিক্যাল সেন্টার, কোচিং সেন্টার ও ছাত্রাবাস।

হাইকমিশনার পরে টাউনহলে রংপুরের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। মেয়র প্রথমবারের মতো রংপুর সফর করায় রীভা গাঙ্গুলীকে ধন্যবাদ জানান এবং এই অঞ্চলের বিভিন্ন প্রকল্পে ভারত সরকারের সহায়তার প্রশংসা করেন।

এছাড়া রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর নেতৃত্বে চেম্বারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং বাণিজ্য উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ভারতীয় হাইকমিশনার। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি স্কুল অ্যান্ড কলেজের সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন তিনি।  

হাইকমিশনার প্রায় ৩০০ শিক্ষার্থীর সমাবেশে বক্তব্য দেন এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির করপোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের প্রশংসা করেন।

এর আগে, ভারত সরকার ২৯ দশমিক ৪১ লাখ টাকা ব্যয়ে এই বিদ্যালয়ে বই, ১০টি কম্পিউটার ও ল্যাব সরঞ্জাম দিয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
টিআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।