ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জাপানের দ্বিতীয় সর্বোচ্চ ওডিএ লোন পাচ্ছে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৯, মে ১৭, ২০১৯
জাপানের দ্বিতীয় সর্বোচ্চ ওডিএ লোন পাচ্ছে বাংলাদেশ ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়েশি ইজুমি

ঢাকা: ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়েশি ইজুমি বলেছেন, বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ জাপানের ওডিএ (অফিসিয়াল ডেভেলপেমেন্ট অ্যাসিসটেন্স) লোন সহায়তা পাচ্ছে।

এই অর্থের পরিমাণ বছরে ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া আগামী তিনবছর বাংলাদেশ-জাপান সম্পর্কের বিশেষ গুরুত্বপূর্ণ বলেও জানান জাপানের রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (১৬ মে) ঢাকার জাপানের দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

শুক্রবার (১৭ মে ) ঢাকার জাপানের দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জাপানের নতুন সম্রাট নারুহিতো সিংহাসনে স্থলাভিষিক্ত হওয়ায় দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত হিরোয়েশি ইজুমি বলেন, আগামী ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে। একইসঙ্গে ২০২২ সালে বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি হবে। সেজন্য আগামী তিনবছর বাংলাদেশ ও জাপান সম্পর্কের বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ জাপানের ওডিএ (অফিসিয়াল ডেভেলপেমেন্ট অ্যাসিসটেন্স) লোন সহায়তা পাচ্ছে। এই অর্থের পরিমাণ বছরে বছরের ২০০ বিলিয়ন ইয়েন বা ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে জাপানের ২৭৯ কোম্পানি কাজ করছে বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তৃতায় বলেন, জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় বিশেষ ভূমিকা রাখছে দেশটি। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে জাপান আমাদের পাশে থাকবে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ১৭, ২০১৯
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।