ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নওগাঁয় বজ্রপাতে শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৮, মে ১৭, ২০১৯
নওগাঁয় বজ্রপাতে শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

নওগাঁ: নওগাঁর ‍দুই উপজেলায় বজ্রপাতে শ্রমিকসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মে) বিকেলে পোরশা ও আত্রাই উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- হাসান (৩০) পোরশা উপজেলার গানোইর গ্রামের মতিউর রহমানের ছেলে এবং শফিনুর (২৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিটলীটোলা গ্রামের আজাদ হোসেনের ছেলে ও আত্রাই উপজেলার হাটকালুপাড়া এলাকার খোদাবস্কের ছেলে জাহাঙ্গীর আলম (২০)।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে মাঠে হাসান ও শফিনুর ধান কাটছিলেন। এ সময় ঝড় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ হাসান ও শফিনূরের মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর আলম মারা যান।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মে ১৭, ২০১৯ আপডেট: ১৯৪৫ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।