শুক্রবার (১৭ মে) দুপুর ২টার দিকে মহানগরের আড়ংঘাটা থানার তেলিগাতী বাইপাসের বড়ইতলা ঘাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু'জন হলেন- মোটরসাইকেলচালক ওমর ফারুক হৃদয় (২৪) ও আরোহী সাকিন আলম স্টার (১০)।
খুলনা রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খুরশিদ আলমের ছেলে সাকিন ও মাহিন। তারা ফুলবাড়ীগেট তাহফিযুচ ছুননাহ হিফয মাদরাসার হেফয বিশেষ শাখার চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, দুপুরে মাহিন ও সাকিনকে জুম্মার নামাজ শেষে দৌলতপুর বনানীপাড়ার হৃদয় মোটরসাইকেলে করে দৌলতপুর তাদের বাসা নিয়ে যাচ্ছিলেন। পথে বড়ইতলা ঘাটে এলে মোড় ঘোরানোর সময় যশোরমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক হৃদয় নিহত হন। এসময় অপর দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে এলাকাবাসী প্রাইভেটকারচালকসহ গুরুতর আহত দুই জমজ ভাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাকিনের মৃত্যু হয়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা দৌলতপুর থানার আঞ্জুমান এলাকার বাসিন্দা।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এমআরএম/আরবি/