ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, মে ১৭, ২০১৯
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল ইসলাম (৫০) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার কুলপাড়া পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ওই এলাকার মহির উদ্দীনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে নিজ ঘরের বৈদ্যুতিক পাখার একটি খোলা তার মেরামতের চেষ্টা করেন রাশেদুল। এসময় ওই পাখার খোলা তারে স্পর্শ করতেই তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সদর হাসপাতালের চিকিৎসক নুরুন্নাহার খানম বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ১৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।