শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার কুলপাড়া পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ওই এলাকার মহির উদ্দীনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে নিজ ঘরের বৈদ্যুতিক পাখার একটি খোলা তার মেরামতের চেষ্টা করেন রাশেদুল। এসময় ওই পাখার খোলা তারে স্পর্শ করতেই তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সদর হাসপাতালের চিকিৎসক নুরুন্নাহার খানম বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ১৭, ২০১৯
জিপি