ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাংনীতে আগ্নেয়াস্ত্র-গুলি ও মাদক জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, মে ১৭, ২০১৯
গাংনীতে আগ্নেয়াস্ত্র-গুলি ও মাদক জব্দ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪২/৬এস এর কাছে বাংলাদেশের অভ্যন্তর থেকে একটি এলজি শার্টারগান, ৪ রাউন্ড গুলি ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করেছে ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহড়াতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (১৭ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবির সহড়াতলা বিওপি ক্যাম্পের একটি টীম সহড়াতলা গ্রামের বর্ডারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে।
 
শুক্রবার দুপুর ১২টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে বিজিবির অভিযানের কথা জানতে পেরে অস্ত্র গুলি ও মাদকের মালিক দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।