শুক্রবার (১৭ মে) সকাল ৮টার দিকে মাধবপুর উপজেলার তেমুনিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়দেব ওই উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মুসলেম উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে মাধবপুর থেকে জগদীশপুর যাচ্ছিলো একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। তেমুনিয়া এলাকায় পৌঁছার পর হঠাৎ করে সিএনজি অটোরিকশাটির চালক ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান যাত্রী জয়দেব সরকার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করে পুলিশ।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এসএইচ