শুক্রবার (১৭ মে) ভোরে শেখপাড়ায় চুরির প্রস্তুতিকালে তাকে আটক করে এলাকাবাসী। মাসুম একই এলাকার নুরজামানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাসুম মিয়া নগরের টার্মিনাল এলাকায় মাংস বিক্রি করতো। প্রায়ই সময় বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে গোপনে জবাই করে বিক্রি করতো সে। শুক্রবার ভোরে শেখপাড়ার মোকছেদ আলীর বাড়িতে চুরি করতে গিয়ে হাতে-নাতে ধরা পরে সে। পরে গণপিটুনি দিয়ে তাকে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুর্শিদ আলীর কাছে সোপর্দ করে এলাকাবাসী।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বাংলানিউজকে বলেন, গরুর মালিকের ছেলে মোফাজ্জল এ বিষয়ে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৯
ওএইচ/