ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোদাগাড়ীতে ট্রেনের তেল চুরি চক্রের সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, মে ১৭, ২০১৯
গোদাগাড়ীতে ট্রেনের তেল চুরি চক্রের সদস্য আটক

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট রেলওয়ে স্টেশন থেকে আশেক আলী (৪৭) নামে ট্রেনের তেল চুরি চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৭ মে) দুপুরে র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ মে) দিনগত রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আশেককে আটক করে।

এসময় তার কাছ থেকে ৯৫ লিটার ডিজেল জব্দ করা হয়। আশেক উপজেলার কাঁকনহাট এলাকার নূর মোহাম্মদের ছেলে।

মাইনুল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।