ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বান্দরবানে বিস্ফোরণে সেনা সদস্য নিহত, আহত ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, মে ১৭, ২০১৯
বান্দরবানে বিস্ফোরণে সেনা সদস্য নিহত, আহত ১১ নিহত সৈনিক জাহেদুল ইসলাম

বান্দরবান: বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারী অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত সেল (বোমা) বিস্ফোরণে জাহেদুল ইসলাম (২৮) নামে এক সৈনিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সেনা সদস্যসহ আরও ১১ জন।

শুক্রবার (১৭ মে) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত জায়েদুলের বাড়ি বান্দরবানের লামা উপজেলায় বলে জানা গেছে।

 

আহতদের মধ্যে সৈনিক হাসান, তারেকুল, আসাদ, নিপুন চাকমা, রাজু, মোস্তাফিজ ও আরিফের নাম জানা গেছে। অন্যদের নাম জানা সম্ভব হয়নি। তাদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।  

হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য।  

সূত্র জানায়, শনিবার বিকেলে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিস্কার করছিলেন। এ সময় হঠাৎ ওই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর আহতদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে জাহেদুল মারা যান।  

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে কর্মরত বান্দরবান সদর থানার পুলিশ সদস্য  শাহিন মিয়া বলেন, ঘটনার পর তাদের বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে আনা হয়, সেখান থেকে তাদের হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বিস্ফোরণের শব্দে গোটা এলাকা প্রকম্পিত হওয়ার কারণে এই ঘটনার পর আমতলী এলাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত কয়েকবছর আগে আমতলী এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত সেল ও বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।